চট্টগ্রামের সীতাকুণ্ডে সাগর তীর থেকে শিপব্রেকিং ইয়ার্ডের দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে; তাদের মৃত্যুর কারণ নিয়ে মিলেছে দুই রকম তথ্য।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার কুমিরা নৌঘাট সংলগ্ন সাগর উপকূল থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
মৃত দুইজন হলেন, সাইফুল ইসলাম ও আবদুল খালেক। তাদের বাড়ি গাইবান্ধা জেলায়। কুমিরা এলাকার কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ডে কাজ করতেন তারা।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, রোববার রাত ২টার দিকে ইয়ার্ডে আসা একটি পুরনো জাহাজের মালামাল লুট করার জন্য একদল ডাকাত হানা দেয়।
“এসময় ইয়ার্ডের চার শ্রমিক বোটে করে তাদের ধাওয়া দেয়। তখন ডাকাতদের হামলায় দুইজন মারা যায়।”
তবে শিল্প পুলিশের পরিদর্শক নাহিদ হাসান মৃধা বলেছেন, “ইয়ার্ডটিতে আসা একটি পুরাতন জাহাজ বিচিংয়ের সময় দুর্ঘটনা ঘটতে পারে। এটাকে ডাকাতির ঘটনা বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না।”
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, মারা যাওয়া সাইফুলের দেহ ধারালো অস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে গেছে।
এছাড়াও সূত্রমতে, গত রোববার (৪ জানুয়ারি) সকালে নগরীর মুরাদপুর এলাকায় বেলাল মসজিদের পাশে নির্মাণাধীন ‘ফিনলে সিরাজ সেন্টার’র ওপর থেকে রড পড়ে এক ব্যক্তি আহত হন।
তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
সীতাকুন্ড শীপয়াইর্ড ও ফিনলে সিরাজ সেন্টার উভয়ের মালিকানাধীন ডিস্কো শওকত নামের এক ব্যক্তি।
প্রদা/ডিও






