সংশোধিত নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা সর্বোচ্চ এক লাখ ৭০ হাজার টাকার মোবাইল ফোন কেনার সুবিধা পাবেন। অন্যদিকে এন্ট্রি লেভেলের কর্মকর্তা সহকারী পরিচালকরা পাবেন ২০ হাজার টাকা মূল্যের মোবাইলফোন ব্যবহারের সুবিধা।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য মোবাইল ফোন ব্যবহারের এ সুবিধা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে। একইদিনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সংশোধিত নীতিমালার অনুমোদন দেন।
এ ছাড়া সহকারী পরিচালকরা চাকরিতে যোগদানের পরপরই ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন সেট ব্যবহারের সুবিধা পাবেন।
নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নির্ধারিত হারে অর্থ প্রদান করা হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের মোবাইল ফোন সেট সরবরাহসংক্রান্ত নীতিমালা প্রথমে ২০১৯ সালে ই-এমডি-২/২০১৯ এর মাধ্যমে জারি করা হয়। চলতি বছরের ১ জানুয়ারি সংশোধিত মোবাইল ফোন সেট সরবরাহ নীতিমালাটি গভর্নর ড. আহসান এইচ মনসুর অনুমোদন করেন।
নীতিমালা অনুযায়ী একজন কর্মকর্তা প্রতি তিন বছরে একবার নির্ধারিত মূল্যের নতুন মোবাইল ফোন কেনার সুবিধা পাবেন।
প্রদা/ডিও






