কক্সবাজারের পেকুয়া থানার চাঞ্চল্যকর ফাতেমা হত্যা মামলার সন্দিগ্ধ পলাতক আসামি মনির আহমেদকে (৩৯) গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব সূত্রে জানা যায়, ২৯ ডিসেম্বর (সোমবার) দুপুরে বান্দরবান জেলার আলীকদম থানাধীন চিনারী বাজার এলাকা থেকে আটক করা হয়। সে কক্সবাজার জেলার ভোরুয়াখালী গ্রামের শফিকুর রহমানের পুত্র।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পেকুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রদা/ডিও






