বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করলেন আরেক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের কয়েক দশকের রাজনীতি আবর্তিত হয়েছে এই দুই নেত্রীর প্রতিদ্বন্দীতাকে কেন্দ্র করেই। এই রাজনৈতিক পরিস্থিতে হাসিনা এখন দেশান্তরী আর খালেদা জিয়া শোকান্তরী হলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসিনা শোকবার্তা প্রকাশ করে বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি।” সেখানে তার রাজনৈতিক প্রতিদ্বন্দী খালেদা জিয়ার গনতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা স্বীকার করেছেন হাসিনা। জিয়া পরিবারের জ্যেষ্ঠপুত্র তারেক রহমান ও অন্যান্য সদস্যদের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।
খালেদার মৃত্যুতে শোক প্রকাশ করে হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় শোকবার্তায় প্রকাশ করেছেন, “দেশের সংকটময় মূহুর্তে, যখন সাধারণ মানুষ নিরাপত্তার এভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল ও বিরাজনীতিকরণের অপচেষ্টা চলছে। তখন তার এই চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে।”
চন্দ্রি/প্রদা/ডিও






