জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, ‘আমাদের এখানে (দেশে) রিটেইল লেভেলে ভ্যাট একেবারে অনুপস্থিত। এটা ঠিক করতে আমরা অনেক কিছু ট্রাই করেছি, কিন্তু ফেইল করেছি। সকালেও এটা নিয়ে কথা হচ্ছিলো। এমনকি ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস চালু করে অনেক টাকা পুরস্কার ঘোষণা করলাম। সেখানেও শেষ পর্যন্ত আমরা ব্যর্থ হয়েছি। এখন আমরা সেখানে ডিজিটালাইজ করবো। এখন থেকে আমরা যা কিছু করব সব যেন রেকর্ড থাকে।’
আজ সোমবার র্যাপিড আয়োজিত আগামী সরকারের জন্য সামাজিক-অর্থনৈতিক অগ্রাধিকার শীর্ষক এক সেমিনারে এনবিআরের ডিজিটালাইজেশন নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান আরো বলেন, ‘আমাদের ডিজিটালাইজ সিস্টেমে যাওয়া সহজ। কারণ এদেশের মানুষ যেকোনো কিছুর সঙ্গে খুব দ্রুত এডাপ্ট করতে পারে। তাই প্রান্তিক মানুষের কথা চিন্তা করে আমাদেরকে ভাবতে হবে।‘
ক্যাশলেস সিস্টেমের প্রয়োজনীয়তা তুলে ধরে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক ক্যাশলেসের কথা বললেও এখনো ক্যাশের ট্রান্সজেকশন দিন দিন বাড়ছে। এখন কমার কথা, কিন্তু কমছে না। প্রান্তিক মানুষকে ভুর্তুকি দিয়ে হলেও ক্যাশলেস ব্যবস্থার দিকে নিতে হবে।‘
ট্যাক্স জিডিপি অনুপাতের তথ্য নিয়ে এনবিআর কর্মকর্তারাও অস্বস্তিতে রয়েছে জানিয়ে চেয়ারম্যান বলেন, ‘আমাদের যে ট্যাক্স জিডিপি রেশিউ (অনুপাত) কম সে তথ্য নিয়ে এনবিআর কর্মকর্তারাও অস্বস্তিতে থাকে। তারা বলে ১৫ শতাংশ ট্যাক্স আদায় করি তারপরেও ট্যাক্স জিডিপি অনুপাত কম। অন্যান্য দেশে জিডিপির ৫ শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয় করা হয়। আমাদের তো মোট ট্যাক্স জিডিপি রেশিউ মাত্র সাড়ে ৬ শতাংশ। সেখানে কিভাবে ৫ শতাংশ ব্যয় করবো।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন র্যাপিড–এর চেয়ারম্যান ড. এম এ রাজ্জাক। র্যাপিডের নির্বাহী পরিচালক ড. এম আবু ইউসুফের সঞ্চালনায় সম্মানীত অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। আরো বক্তব্য রাখেন ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালা, বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, প্রথম আলোর অনলাইন বিভাগের প্রধান শাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাঈনুল ইসলাম, অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ।
প্রদা/ডিও





