রোববার (১৪ ডিসেম্বর) কর্ণফুলী থানার মইজ্জারটেক শিকলবাহা এলাকায় এমন একটি নকল সাবান কারখানার সন্ধান পায় র্যাব-৭। যেখানে তৈরি হয় ডেটল, লিফোর্ড সহ বিভিন্ন কোম্পানির সাবান।
র্যাব-৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বলেন, দীর্ঘদিন ধরে নকল সাবান প্রস্তুত ও বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠানটি। প্রথমে এটি রিকশার গ্যারেজ থাকলেও রাতারাতি সাবান তৈরির কারখানায় পরিণত হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
প্রদা/ডিও






