চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন ইসমাইল হোসেন হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি রুবেল বৈদ্য ও রাজু নাথকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় কোতোয়ালি থানা এলাকার লইট্টাঘাটা থেকে তাদের গ্রেফতার করা হয়। রোববার (১৪ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন
নিহত মো. ইসমাইল হোসেন (৩৩) পেশায় একজন চা দোকানদার। তিনি কোতোয়ালি থানাধীন লালদিঘীর অরুণ কুমার চৌধুরী মার্কেট এলাকায় পূবালী ব্যাংকের সামনে ফুটপাতে অস্থায়ী চায়ের দোকান পরিচালনা করতেন।
র্যাব জানায়, গত ২৮ নভেম্বর গভীর রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে জেলা পরিষদ ভবনের বিপরীতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ইসমাইল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রদা/ডিও







