শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল জানান, বাঁশখালী ডায়াবেটিক হাসপাতালের সামনে চেকপোস্ট বসিয়ে একটি মিনিট্রাক তল্লাশি করা হয়। তল্লাশিকালে ট্রাকটির ভেতর থেকে একটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করা হয়। মিনিট্রাক জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের উৎস ও ব্যবহার সম্পর্কে তদন্ত চলছে।
প্রদা/ডিও






