চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ হাজার ৮৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া দুজন হলেন মাগুরা জেলার গোপীনাথপুর এলাকার অভিজিৎ সরকারের স্ত্রী সীমা বিশ্বাস (৩৩) এবং একই জেলার সদর থানার সংকোচখালী এলাকার আল আমিন হোসেনের স্ত্রী রুপালী খাতুন (২৮)।
এ সময় সন্দেহভাজন দুই নারী যাত্রীকে তল্লাশি করা হলে তাদের বহনকৃত দুটি ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাদা পলিথিনে মোড়ানো দুইটি পোটলা থেকে মোট ৩ হাজার ৮৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদেরকে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭, চট্টগ্রাম মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছে।
প্রদা/ডিও







