কুমিল্লার চৌদ্দগ্রাম থানার খুন ও ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলাউদ্দিন প্রকাশ তোতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—২০০৯ সালের মামলা নং ২৩, তারিখ ১৬ মে ২০০৯, ধারাঃ ৩০২/৩৯৬/৩৪—এ দায়ের হওয়া মামলায় আলাউদ্দিন ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়ে পলাতক ছিলেন। চাকরির মেয়াদে পলাতক অবস্থায় তিনি ফেনী সদর এলাকায় অবস্থান করছিলেন বলে র্যাবের কাছে তথ্য আসে।
এর ভিত্তিতে গত ০৯ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (১৮:৪০) র্যাব-৭–এর একটি আভিযানিক দল ফেনী সদর থানার চেওরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আলাউদ্দিন প্রকাশ তোতা (২৮)–কে গ্রেপ্তার করে। তিনি ফেনী জেলার সোনাগাজী থানার মহদিয়া এলাকার মৃত রবিউল হক প্রকাশ রফিকের ছেলে।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনাগাজী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
প্রদা/ডিও






