সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ ডিসেম্বর) পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সামান্য কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৬২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১,০৩৯ ও ১,৯০৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইতে ৪৫৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৯৪ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৩৬৪ কোটি ৬৪ লাখ টাকার লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে ৩৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩১৭টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো—ওরিয়ন ইনফিউশন, সিমটেক ইন্ডাস্ট্রি, খান ব্রাদার্স, ডোমিনেজ স্টিল, একমি লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং, সিভিও পেট্রোকেমিক্যাল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মেঘনা পেট্রোলিয়াম এবং স্কয়ার ফার্মা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৯৭ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ১৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৮টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।
মঙ্গলবার সিএসইতে ১৫ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১৫ কোটি ৭৬ লাখ টাকার।
প্রদা/ডিও







