চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের শিশু ওয়ার্ডে ১২০ শয্যার বিপরীতে প্রতিদিনই ভর্তি থাকে আড়াইশ থেকে তিনশ রোগী। সর্বশেষ সোমবার (৮ ডিসেম্বর) হাসপাতালটির শিশু স্বাস্থ্য ওয়ার্ডের তিনটি ইউনিটে ভর্তি ছিল ২৭৬ জন। যার মধ্যে ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয় ৫৯ জন শিশু। অধিকাংশ শিশুই নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত জটিলতায় ভুগছে। এছাড়া গত সাত দিনে ঠাণ্ডাজনিত কারণে মারা গেছে অন্তত ৭ জন শিশু।
চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে গত ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত গত সাত দিনের তথ্যে দেখা যায়— ১ ডিসেম্বর হাসপাতালে ৬৬ জন শিশু ভর্তি হয়, যার মধ্যে ঠাণ্ডাজনিত রোগী ছিল ২২ জন। একইভাবে ২ ডিসেম্বর ভর্তি হয় ৬১ জন, যার মধ্যে শীতজানিত রোগী ছিল ২২ জন। এছাড়া ৩ ডিসেম্বর ৫৬ জন রোগীর বিপরীতে ১৬ জন ঠাণ্ডাজনিত রোগী, ৪ ডিসেম্বর ৫৬ জনের বিপরীতে ৩০ জন ঠাণ্ডাজনিত রোগী। এছাড়া ৫ ডিসেম্বর ৪১ জনের বিপরীতে ১৩ জন, ৬ ডিসেম্বর ৮১ জনের মধ্যে ২৩ জন এবং ৭ ডিসেম্বর ৫৮ জনের মধ্যে ২৬ জন ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়।
প্রদা/ডিও







