চট্টগ্রাম মহানগরীর সল্টগোলা ক্রসিং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত চাঞ্চল্যকর মহিউদ্দিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আইনুল আলম ওরফে ডিউককে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে চট্টগ্রাম বন্দর থানাধীন বরখান পাড়া এলাকায় অভিযান চালিয়ে ডিউককে গ্রেফতার করা হয়। গ্রেফতার ডিউকের বাড়ি দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায়।
২০১৮ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সল্টগোলা ক্রসিংয়ের মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের অনুষ্ঠান চলাকালে আধিপত্য বিস্তারজনিত পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ডিউকসহ একদল ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহত মহিউদ্দিনের পরিবার বন্দর থানায় হত্যা মামলা দায়ের করে, যেখানে ২০ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। মামলাটি (নং—২২(০৩)২০১৮) পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় দায়ের করা হয়।
র্যাব-৭ জানায়, গ্রেফতারের পর ডিউককে আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রদা/ডিও





