নগরের চকবাজার কাঁচাবাজার এলাকার মান্নান সুপার মার্কেটে দোকান ও গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা ১৫ মিনিটের চেষ্টায় রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এসময় প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।