রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় চীন থেকে আরেকটি দল আজ রাতে ঢাকায় এসে পৌঁছাবেন।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনর বরাতে এ তথ্য জানান দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এদিন, দুপুর ২টার দিকে হাসপাতালে যান এজেডএম জাহিদ হোসেন।
হাসপাতাল থেকে ফিরে তিনি জানান, ‘খালেদা জিয়ার শারিরীক বিষয়ে নতুন করে বলার মতো কোনো সিদ্ধান্ত হয়নি।’
এদিন সকালে যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ একদল চিকিৎসক এসে মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছেন। এর আগে চীন থেকেও আসেন চিকিৎসক টিম।
প্রদা/ডিও






