নগরের বায়েজিদ বোস্তামী থানায় মো.বাবুল হত্যা মামলার প্রধান পলাতক আসামি আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আবুল হোসেন (৩২) পূর্ব শহীদনগর এলাকার মো.শফিক মিয়ার ছেলে
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে নগরের চকবাজার থানাধীন ইমামগঞ্জের সাহাবুদ্দিন কলোনি এলাকায় অভিযান চালিয়ে আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে।