মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া শেখ হাসিনার রায় কার্যকরে এক মাস সময় বেঁধে দিয়েছে চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নিয়ে গড়া দল জাতীয় নাগরিক পার্টি–এনসিপি। খবর বিডিনিউজের।
গতকাল সোমবার রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় বাংলামটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গুম এবং গণহত্যার দায়ে দণ্ডিত অপরাধী কেবল বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম। খুনি, রক্তপিপাসু ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনা পরিচিতি লাভ করেছে। ফলে শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচার, ফ্যাসিস্ট শাসক রয়েছে, তার বিচারের এক দৃষ্টান্ত হয়ে থাকবে। এ সময় একমাসের মধ্যে রায় কার্যকর করার জন্য সময় বেঁধে দেন অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এ নেতা। বলেন, আমরা এটি দাবি জানাচ্ছি যে আমাদের শেখ হাসিনার এই রায়কে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে এই রায় কার্যকর করতে হবে। আমরা মনে করি জুলাই গণহত্যাসহ বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে সকল অপরাধ সংগঠিত করেছিল, সেই বিচারের যে আন্দোলন, যে লড়াই, সেটিতে আমরা এক ধাপ এগোলাম।
তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালেরও মৃতুদণ্ডে কার্যকরের দাবি জানান। নাহিদ বলেন, এছাড়া যে সকল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং সকল ফ্যাসিস্ট এবং তাদের দোসর এবং যে সকল সরকারি কর্মকর্তারা অভিযুক্ত, তাদেরকে দ্রুত সময়ের মধ্যেই বিচার নিশ্চিত করতে হবে। এবং এই যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, এটা অব্যাহত থাকতে হবে। এখানে কোনো ধরনের বাধাবিপত্তি যাতে না আসে, সেজন্য সকলকে মিলে কাজ করতে হবে।







