চট্টগ্রাম বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ান এবং লিও ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ানের যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা ও সচেতনতা বিষয়ক একটি সেবামূলক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতন করতে এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ আয়োজন করা হয়।
কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য প্রদান করা হয়—
✨ চক্ষু পরীক্ষা ✨ ব্লাড গ্রুপিং টেস্ট ✨ ডেঙ্গু সচেতনতা ✨ ক্যান্সার সচেতনতা
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা গভর্ণর লায়ন মুসলেহ উদ্দীন আহমেদ অপু এমজেএফ, লায়ন্স জেলা কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, লায়ন্স জেলা জিএসটি কো-অর্ডিনেটর লায়ন মোরশেদ, বন গবেষনাগার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হোছাইন, সহকারী প্রধান শিক্ষক মিসেস স্বপ্না শীল,ক্লাব সভাপতি লায়ন অনুপ ভট্টাচার্য এমজেএফ, ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন অনিক চন্দ্র শীল, ক্লাব সেক্রেটারি লায়ন টিটন চৌধুরী, লায়ন সাজ্জাদ হোসেন,লায়ন টুপন শর্মা সুমন ও লায়ন নিশি আক্তার।
এছাড়া উপস্থিত ছিলেন লিও ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট লিও শওকত হোসেন ও লিও ক্লাব ডিরেক্টর লিও মইনুল হাসান রিয়াদ
লিও ক্লাব অব চিটাগাং সেঞ্চুরিয়ান-এর সভাপতি লিও তুহিন অভি, সহ-সভাপতি আব্দুল করিম, জয়েন্ট সেক্রেটারি রাব্বি, কোষাধ্যক্ষ জাবেদ হাছান তুষার, লিও অভিজিৎ, লিও ফয়সাল, লিও বিশ্বজিৎ, লিও ইমন, লিও আশরাফসহ অন্যান্য লিও সদস্যবৃন্দ।
প্রদা/ডিও






