ক্রেতা-বিক্রেতার ভিড়ে সরগরম সাভারের পলাশবাড়ী পাইকারি মাছের আড়ত। দেশের উত্তর ও দক্ষিণ অঞ্চল থেকে ট্রাক ও পিকআপ ভ্যানে ভোর রাতেই মাছ বিক্রির জন্য পাইকাররা আসেন এখানে।
তবে আড়তদার ও পাইকাররা জানান,গত সপ্তাহের চেয়ে মাছের দাম গড়ে কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। ইলিশ, রুই, কাতলা, মৃগেল, কই, শিংসহ বিভিন্ন নদীর মাছের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। দূর-দূরান্ত থেকে পাইকাররা মাছ কিনতে ভিড় জমান এই আড়তে।
আড়তদারা বলেছেন, দেশি টেংরা মাছ ২৫০ টাকা দিয়ে কিনলে ২৭০ থেকে ২৮০ টাকায় বিক্রি করা যায়। বোয়াল মাছ ২৭০ থেকে ২৮০ টাকায় কিনে ৩০০ টাকায় বিক্রি করা লাগে। শিংমাছ ২৫০ টাকায় নিয়ে ৩০০ টাকায় বিক্রি করা যায়। কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা লাভ হয়।
তারা আরো জানান, শীতে খাল বিলের পানি কমে যাওয়ার কমেছে সরবারহ। তাই গত সপ্তাহের তুলনায় মাছের দাম কিছুটা চড়া। বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায়, যা আগের তুলনায় কেজিতে প্রায় ২০০ থেকে ৩০০ টাকা বেশি।
মাছের সরবরাহ নিয়ে বিক্রেতারা বলেছেন, মাছের সরবরাহ কম এবং খাদ্যের দাম বেশি। এদিকে চাষিরা লোকসানে রয়েছে।