চট্টগ্রাম নগরের মাদারবাড়ির যুগি চাঁন্দ মসজিদ লেইন এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য তৈরি ও বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান দুটি হলো ডেইলি পিউর ফুড অ্যান্ড এগ্রো প্রোডাক্টকে ৩০ হাজার টাকা এবং ব্লু-বেরি বেকারিকে ২০ হাজার টাকা।
বৃহস্পতিবার দুপুরে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ব বিদ্যার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।
চসিক এক বিজ্ঞপ্তিতে জানায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রির দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
প্রদা/ডিও






