আভিজাত্য আর আধুনিকতার শহর দুবাই এবার বিশ্বকে তাক লাগিয়ে দিতে তৈরি করছে পৃথিবীর প্রথম ‘গোল্ড স্ট্রিট’ বা স্বর্ণের রাস্তা। দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে এই অভাবনীয় ঘোষণাটি দেওয়া হয়।
যদিও প্রকল্পের কারিগরি ও নির্মাণ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে ধাপে ধাপে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে, তবে এই একটি ঘোষণাই বিশ্বজুড়ে স্বর্ণ ব্যবসায়ী ও পর্যটকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। দুবাইয়ের বাণিজ্যিক কাঠামোর সঙ্গে স্বর্ণের সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং এই নতুন উদ্যোগটি সেই সম্পর্ককে আরও এক ধাপ উঁচুতে নিয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভৌত স্বর্ণ বা ফিজিক্যাল গোল্ড কেনাবেচার কেন্দ্রে পরিণত হয়েছে। ২০২৪-২৫ সালে দেশটি প্রায় ৫৩.৪১ বিলিয়ন ডলার সমমূল্যের স্বর্ণ রপ্তানি করে আন্তর্জাতিক বাজারে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে। বিশেষ করে সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভারত, হংকং এবং তুরস্কের মতো বড় অর্থনীতির দেশগুলো আমিরাতের প্রধান বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে।
এই বিশাল বাজারকে আরও সুসংগঠিত করতে ‘হোম অব গোল্ড’ হিসেবে পরিচিত এই ডিস্ট্রিক্টটিতে স্বর্ণ ও অলঙ্কার সংশ্লিষ্ট যাবতীয় সেবা একই ছাতার নিচে নিয়ে আসা হয়েছে। এখানে খুচরা কেনাকাটা এবং পাইকারি বাণিজ্যের পাশাপাশি বুলিয়ন বা স্বর্ণের বার কেনাবেচা ও বিনিয়োগের বিশেষ সুযোগ থাকছে।
ইতিমধ্যেই এই ডিস্ট্রিক্টে জাওয়াহারা জুয়েলারি, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এবং তানিশকের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো তাদের ফ্ল্যাগশিপ শোরুম স্থাপন করেছে। প্রখ্যাত জুয়েলারি প্রতিষ্ঠান জয়ালুকাস সেখানে ২৪ হাজার বর্গফুটের একটি বিশাল শোরুম খোলার প্রস্তুতি নিচ্ছে, যা হবে পুরো মধ্যপ্রাচ্যে তাদের বৃহত্তম শাখা।
ইথরা দুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসাম গালাদারি মনে করেন, এই ডিস্ট্রিক্টটি ঐতিহ্য ও বিশালতার এক অনন্য সমন্বয়। অন্যদিকে দুবাই ফেস্টিভ্যাল অ্যান্ড রিটেইল এস্টাব্লিশমেন্টের প্রধান আহমেদ আল খাজা জানান, স্বর্ণ দুবাইয়ের সমৃদ্ধি ও দীর্ঘস্থায়ী ব্যবসায়িক মানসিকতার প্রতীক।
এই যুগান্তকারী গন্তব্যের মাধ্যমে কেবল ঐতিহ্যকেই উদযাপন করা হচ্ছে না, বরং সৃজনশীলতা ও টেকসই উন্নয়নের ওপর ভিত্তি করে একটি নতুন যুগের সূচনা করা হচ্ছে।
প্রদা/ডিও






