বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করা হয়েছে। এই চালান বন্দরে পৌঁছানোর জন্য জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।
অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই চালানটি গতকাল শনিবার রাতে আটটি ভারতীয় ট্রাকযোগে স্থলবন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।
বন্দর সূত্র জানায়, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পে খননকাজের জন্য এসব বিস্ফোরক আমদানি করা হয়েছে। এর আমদানিকারক প্রতিষ্ঠান মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান ভারতের সুপার শিব শক্তি কেমিক্যাল প্রাইভেট লিমিটেড।
ব্যস্ত এলাকায় এত বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত থাকায় স্থানীয় কিছু বাসিন্দার মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
তবে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যেকোনো ঝুঁকি মোকাবিলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং প্রকল্পের খনন কার্যক্রম পরিচালনার জন্য ভারত থেকে মোট ১২৭ মেট্রিক টন ওজনের বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। বর্তমানে বিস্ফোরক বোঝাই ভারতীয় ট্রাকগুলো বেনাপোল বন্দরের ৩১ নাম্বার ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, খালাস প্রক্রিয়ার জন্য আমদানিকারক প্রতিষ্ঠানের সিঅ্যান্ডফ এজেন্ট বন্দর ও কাস্টমসে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করবে। কাগজপত্র যাচাই ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর বিস্ফোরক দ্রব্যগুলো বাংলাদেশি ট্রাকে করে দিনাজপুরে পাঠানো হবে।
যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সার্বক্ষণিক নজরদারি ও সংস্থাগুলোর মধ্যে সর্বোচ্চ সমন্বয়ের মাধ্যমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।
প্রদা/ডিও







