আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষ্যে সামাজিক সংগঠন The Aura এর উদ্যোগে এবং Nogorful (নগরফুল) সংগঠনের সহযোগিতায় আবারও আয়োজন করা হয় “Hope In Every Hand 2.0” কর্মসূচি। সকাল ১০টায় শুরু হওয়া এই মানবিক উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও অর্থবহ।
পরবর্তী পর্বে শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে তারা রঙ ও পেন্সিলের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ স্বপ্ন ও প্রাকৃতিক দৃশ্য তুলে ধরে। ছোট ছোট কাগজে ফুটে ওঠে বড় বড় স্বপ্ন কেউ ভবিষ্যতে ডাক্তার, কেউ শিক্ষক হওয়ার প্রত্যাশা প্রকাশ করে। শিশুদের আঁকা প্রতিটি চিত্রে তাদের নিষ্পাপ ভাবনা ও সম্ভাবনার প্রতিফলন স্পষ্টভাবে দৃশ্যমান ছিল।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে তিনজন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি সংক্ষিপ্ত বিরতির মাধ্যমে শিশুদের মাঝে স্ন্যাকস ও চকলেট বিতরণ করা হয়। এরপর বেলুন খেলাসহ আরও আনন্দঘন কার্যক্রম আয়োজন করা হয়, যেখানে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সকল শিশুর মাঝে খাতা, কলম, পেন্সিল, রাবার, ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সবশেষে গ্রুপ ফটো সেশনের মাধ্যমে “Hope In Every Hand 2.0” কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
এই আয়োজন সফল করতে যেসব ভলান্টিয়ার আন্তরিকভাবে কাজ করেছেন, The Aura তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। তাদের সম্মিলিত প্রচেষ্টাই সংগঠনটিকে প্রতিনিয়ত মানবিক কর্মকাণ্ডে এগিয়ে নিয়ে যাচ্ছে।
প্রদা/ডিও






