পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অনলাইন টিকেটিং এজেন্সি টুয়োন্টিফোর টিকেট ডটকমের পরিচালক মিজানুর রহমানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। ই-কমার্স প্রতিষ্ঠান থলেডটকম ও উইকুমডটকম – এর ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রাহকদের কাছ থেকে আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে।
অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান সোমবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান।
প্রতারণার শিকার মো. খায়রুল আলম মীর নামে এক যুবক বাদী হয়ে মামলা করলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উইকম ও থলেডটকমের হেড অব অপারেশন্স মো. নজরুল ইসলাম, একাউন্ট কর্মকর্তা সোহেল হোসেন, ডিজিটাল কমিউনিকেশন্স কর্মকর্তা মো. তারেক মাহমুদ অনিক, সেলস এক্সিকিউটিভ কর্মকর্তা সাজ্জাত হোসেন, কলসেন্টার এক্সিকিউটিভ কর্মকর্তা মুন্না পারভেজ এবং সুপারভাইজার মো. মাসুম হোসেন।
এছাড়া, বিমানের টিকিট বিক্রির নামে গ্রাহকের কাছে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনলাইন টিকেটিং এজেন্সি টুয়োন্টিফোর টিকেট ডটকমের ডিরেক্টর মিজানুর রহমানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেন জানান অতিরিক্ত ডিআইজি।
তিনি বলেন, কম মূল্যে ইলেকট্রনিকস পণ্যসামগ্রী বিক্রির নামে এ প্রতারণা করে আসছিল প্রতিষ্ঠানগুলো। এছাড়া, ই-কমাসের নামে সন্দেহজনক লেনদেন করছে এমন ৬০টি প্রতিষ্ঠানের তালিকা সিআইডির কাছে আছে, যার মধ্যে ৩০-৩২টি প্রতিষ্ঠানকে মনিটরিং করা হচ্ছে।