দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন থাকলেও ভারতে বিদেশি পর্যটক গমনে শীর্ষ দেশের তালিকায় বাংলাদেশ এখনো দ্বিতীয় স্থানে রয়েছে। ২০২৪ সালে বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ১৭ লাখ মানুষ প্রতিবেশী দেশটিতে ভ্রমণ করেছেন।
গতকাল সোমবার (৮ ডিসেম্বর) ভারতের অভিবাসন ব্যুরোর তথ্য উদ্ধৃত করে দেশটির কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানায়।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে মোট ১৭ লাখ ৫০ হাজার ১৬৫ জন বাংলাদেশি ভারত ভ্রমণ করেছেন। তবে ২০২৩ সালের তুলনায় এ সংখ্যা কিছুটা কম। ২০২৩ সালে ভারতে যাওয়া বাংলাদেশির সংখ্যা ছিল ২১ লাখ ১৯ হাজার ৮২৬ জন। অবশ্য ২০২২ সালের ১২ লাখ ৭৭ হাজারের তুলনায় গত বছর পর্যটকের সংখ্যা বেশি ছিল।
তথ্য অনুযায়ী, টানা পাঁচ বছর ধরে ভারতে বিদেশি পর্যটকদের ভ্রমণের তালিকায় বাংলাদেশ দ্বিতীয় স্থান ধরে রেখেছে। ২০২৪ সালে ১৮ লাখ ৪ হাজার ৫৮৬ জন পর্যটক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।
ভারতের রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গ বিদেশি পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য হিসেবে তার অবস্থান বজায় রেখেছে। ২০২৩ সালে ২৭ লাখের বেশি এবং ২০২৪ সালে ৩১ লাখ ২৪ হাজার ৪৬২ জন বিদেশি পর্যটক পশ্চিমবঙ্গ ভ্রমণ করেছেন।
তবে বিদেশি পর্যটকদের আগমনের হিসেবে শীর্ষে রয়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র। ২০২৪ সালে রাজ্যটিতে ৩৭ লাখ ৫ হাজার ১৭০ জন বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন।
গত বছর মোট ২০৫.০৯ কোটি বিদেশী পর্যটকের কাছ থেকে ভারত মোট ২ লাখ ৯৩ হাজার ৩৩ কোটি রুপি আয় করেছে।
প্রদা/ডিও






