টানা আট কার্যদিবস সূচকের উত্থান অব্যাহত আছে শেয়ারবাজারে। আজ বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবস দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৫ পয়েন্ট, অবস্থান করছে ৭ হাজার ২৩২ পয়েন্টে। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৫ পয়েন্ট।
দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে ১ হাজার ৩৫২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স ছাড়া অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৮৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক দশমিক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬২৬ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৫টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
গত রোববার ডিএসইএক্স বেড়ে ৭ হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়ে যায়। এ ছাড়া গত সাত কার্যদিবসে ডিএসইএক্স সূচক বেড়েছে ৩৭৩ পয়েন্ট। আজও উত্থান অব্যাহত আছে।
অন্যদিকে, সিএসইতে এ সময় পর্যন্ত ৩৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।





