চলতি বছর রুশ পরমাণু শিল্পের ৮০ বছর পূর্ণ হয়েছে। ১৯৪৫ সালের ২০ আগস্ট তৎকালীন সোভিয়েত সরকার পরমাণু শক্তিবিষয়ক বিশেষ কমিটি তৈরি প্রতিষ্ঠা করে।
রুশ বিশেষজ্ঞরা ১৯৫৪ সালে অবনিন্সক শহরে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে এবং ১৯৫৯ সালে আর্কটিক সমুদ্রপথ ব্যবহারের স্বার্থে প্রথম পরমাণু শক্তিচালিত আইসব্রেকার ‘লেনিন’র উদ্বোধন করে।
বুধবার (২০ আগস্ট) রাশিয়ার রাষ্ট্রীয় শক্তি করপোরেশন রোসাটমের এবং প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এবছর উদযাপনের মূল থিম হলো ‘গর্ব, অনুপ্রেরণা এবং স্বপ্ন’। গুরুত্বপূর্ণ এই বার্ষিকী উদযাপনের জন্য রাশিয়ায় বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে, এর অধিকাংশই অনুষ্ঠিত হবে নিঝনি নভগোরাদে।
অপর একটি উল্লেখযোগ্য ইভেন্ট হলো ২৫-২৮ নভেম্বর মস্কোতে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড এটমিক উইক ২০২৫’ আন্তর্জাতিক ফোরাম।
আজ নিঝনি নভগোরাদে অনুষ্ঠিত হচ্ছে ‘স্বপ্নবাজদের যুগ’ শীর্ষক গালা ইভেন্ট। এতে রাশিয়ার সেলিব্রিটি বিভিন্ন শিল্পীরা শহরের মূল স্টেডিয়ামে পারফর্ম করবে। রসাটমের বিভিন্ন প্রতিষ্ঠানের ২০ হাজার এমপ্লয়িসহ মোট ৩০ হাজার দর্শক এতে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন। রাশিয়ার বিখ্যাত বলশয় থিয়েটারে অংশগ্রহণে ‘স্বপ্নবাজদের যুগ’ শীর্ষক একটি মিউজিক শোও অনুষ্ঠিত হবে।
২১ আগস্ট থেকে নিঝনি নভগোরাদ সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে ‘এটম, আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক একটি প্রদর্শনী। এখানে ভবিষ্যতে মানব কল্যাণে ব্যবহৃত হতে পারে এমন পরমাণু প্রযুক্তি তুলে ধরা হবে। তরুণ চিত্রশিল্পী, বিজ্ঞানী, স্থপতি এবং মাল্টিমিডিয়া বিশেষজ্ঞরা এখানে অংশ নেবেন।
এবার ওয়ার্ল্ড এটমিক উইক আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। এর অংশ হিসেবে আয়োজিত হবে প্রদর্শনী এবং শিক্ষামূলক ম্যারাথন।
৮০ বছর উদযাপনকে কেন্দ্র করে রাশিয়ার বিভিন্ন ‘নিউক্লিয়ার’ সিটিতে অসংখ্য কনসার্টের আয়োজন করা হচ্ছে। ‘রসাটম কালচার টেরিটরি’ প্রোগ্রামের অধীনে আয়োজিত কনসার্টগুলোতে রাশিয়ার বিভিন্ন বিখ্যাত শিল্পীরা অংশ নেবেন।
প্রদা/ডিও