সবজির সরবরাহ কমেছে কয়েক দিনের বৈরী আবহাওয়ায় সিরাজগঞ্জের পৌর পাইকারি বাজারে। তে বেড়েছে সব ধরনের সবজির দাম। ব্যবসায়ীরা বলছেন, এর প্রভাব পড়ছে খুচরা বাজারেও।
গত কয়েক দিনের বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে সবজির বাজারে। এতে দাম বেড়েছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, মুলা, পেঁপে, গাজর, শিমসহ সব ধরনের শীতকালীন সবজির।
প্রতি কেজি ফুলকপি ৩০-৩৫ টাকা (প্রতি পিস), বাঁধাকপি ২০-২৫ টাকা (প্রতি পিস), শসা ২৫-৩০ টাকা, আলু ৮-১৫ টাকা, মরিচ ২০-২৫ টাকা, আদা ৪৫ টাকা, গাজর ১০-১২ টাকা, মুলা ১৫ টাকা, বেগুন ৩০-৩৫ টাকা, টমেটো ২০-২২ টাকা দরে বিক্রি হচ্ছে।