আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শহীদ বুদ্ধিজীবী দিবসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
১৯৭১ সালে বিজয়ের ঠিক আগমুহূর্তে পরাজয় নিশ্চিত জেনে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যার মিশনে নামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিনটি স্মরণে মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান নেতারা।
এ ছাড়াও শ্রদ্ধা জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সবাই বুদ্ধিজীবী হত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান।