বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিমে সরে ঘূর্ণিঝড় জাওয়াদে রূপ নিয়েছে। ঝড়ের কেন্দ্রের কাছে সাগর উত্তাল থাকায় দেশের ৪ সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে সুন্দরবন ,সাতক্ষিরা সহ উপকূলীয় এলাকা বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া, হতে পারে বৃষ্টিও।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের খুলনা ,বরিশাল ,চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ,বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে। অন্যনো এলাকায় আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া থাকবে শুষ্ক।
ভারতের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। ওড়িশা ও অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে আঘাত হানতে যাচ্ছে এ ঘূর্ণিঝড়। স্থানীয় সময় বৃহস্পতিবার বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ থেকে উৎপত্তি হওয়া জাওয়াদ ক্রমশই তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। দেশটির আবহাওয়া দফতর বলছে, আগামী শনিবার ভোরে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ।
এর প্রভাবে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি রাজ্যে হালকা থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বয়ে যেতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া।
এরইমধ্যে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশে রেড এলার্ট জারি করেছে কর্তৃপক্ষ। ঘূর্ণিঝড় মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। প্রায় একশো রেলযাত্রা বাতিলও করা হয়েছে।
জাওয়াদ আরো শক্তিশালী হয়ে ভারতীয় উপকূল অতিক্রম করতে পারে এবং বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৬২ কিলোমিটার ।