বুধবার (১ ডিসেম্বর) প্রথম ঘণ্টার শেয়ারবাজারে বড় রকমের উত্থান ঘটেছে।মঙ্গলবার (৩০ নভেম্বর) দিন শেষে বড় পতনের মুখ পড়েছিল শেয়ারবাজার।প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২৬ পয়েন্ট চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বেলা ১১টা পর্যন্ত।
ডিএসইতে বেলা ১১টা নাগাদ লেনদেন হয়েছে ২৫২ কোটি ৬৩ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩৪ টির, কমেছে ১২ টির, অপরিবর্তিত আছে ১২টির দর। গতকাল মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমে ৯২ পয়েন্ট বা ১ দশমিক ৩৫ শতাংশ। তবে আজ লেনদেনের শুরু থেকে ঊর্ধ্বমুখী সূচক।
ওয়ান ব্যাংক লিমিটেড, একমি পেস্টিসাইডস লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড, আইএফআইসি, ডেলটা লাইফ, ওরিয়ন ফার্মা, সোনালি পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, অ্যাকটিভ ফাইন ও আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এ সময় পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানি।