বেশ কিছুদিন ধরে শুনা যাচ্ছিলো বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর জুয়েলার্স সমিতির সভাপতি হবেন। নতুন কোম্পানি খোলে বসুন্ধরা গ্রুপ দেশে অপরিশোধিত সোনা পরিশোধনের জন্য বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড নামে।প্রাথমিক সম্মতিও পেয়েছে ইতিমধ্যে প্রতিষ্ঠানটি সোনা পরিশোধনাগার স্থাপনে।
নতুন কমিটি ২০২১-২৩ মেয়াদে জুয়েলার্স সমিতির দায়িত্ব পালন করবে। এতে সাধারণ সম্পাদক হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলিপ কুমার আগরওয়ালা। টানা তৃতীয়বার তিনি এই পদ পেলেন।
তিনি গোল্ড রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সমিতির সভাপতি হয়েছেন সায়েম সোবহান আনভীর।
সায়েম সোবহানের নেতৃত্বাধীন ৩৫ সদস্যের নতুন কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার জুয়েলার্স সমিতির বায়তুল মোকাররমের কার্যালয়ে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য হোসেন এ সিকদার ও ইকবাল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।