বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা সারা বিশ্ব জুড়ে বিরামহীন। ৩২ দলের টুর্নামেন্টের পর এবার সংখ্যা বেড়ে ৪৮। শুরুর আগে ফিফা বিশ্বের বিভিন্ন দেশে ট্রফি প্রদর্শনীর আয়োজন করে, যা মূলত ফিফার দীর্ঘদিনের পৃষ্ঠপোষক কোকাকোলার তত্ত্বাবধানে হয়।
২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের ট্রফি আজ ঢাকায় পৌঁছাবে। যদিও কোকাকোলা কয়েক সপ্তাহ আগে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে, তবে এবার কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা সংবাদ সম্মেলন হয়নি। ফলে ঢাকায় ট্রফি আগমনের আগেও তেমন কোনো উন্মাদনা লক্ষ্য করা যায়নি।
ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, দিল্লি ও গৌহাটিতে তিন দিন ট্রফি প্রদর্শনের পর আগামীকাল বাংলাদেশে এসে পৌঁছাবে। ঢাকায় ট্রফি ২৪ ঘণ্টারও কম সময় থাকলেও এটি দর্শকদের জন্য প্রদর্শিত হবে। সকাল দশটায় বিমানবন্দরে আগমনের পর সামান্য আনুষ্ঠানিকতা থাকবে, যেখানে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরিসহ সরকারি ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এরপর ট্রফি হোটেল রেডিসনে নিয়ে যাওয়া হবে এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রদর্শনী চলবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ফিফার সদস্য হলেও, ট্রফি প্রদর্শনী আয়োজন ও ব্যবস্থাপনায় সরাসরি অংশ নেবে না; সব আয়োজন ফিফার স্পন্সর কোকাকোলার তত্ত্বাবধানে পরিচালিত হবে। বাফুফের কর্মকর্তা, বর্তমান ও সাবেক ফুটবলাররা এবং কোকাকোলার নির্বাচিত অতিথিরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন।
এর আগে ব্রাজিল ও কাতার বিশ্বকাপের ট্রফিও বাংলাদেশ প্রদর্শনের জন্য এসেছে, যেখানে হোটেল রেডিসন প্রধান কেন্দ্র ছিল। ২০১৩ সালে জাতীয় স্টেডিয়ামে প্রদর্শনের পরিকল্পনা থাকলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
ট্রফির সঙ্গে এবার আসছেন ব্রাজিলিয়ান সাবেক ফুটবল তারকা গিলবার্তো সিলভার, যিনি ২০০২ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য। বর্তমানে তিনি ভারতে ট্রফির সঙ্গে রয়েছেন এবং আগামীকাল ঢাকায় আসবেন।
প্রদা/ডিও







