কেন্দ্রীয় ব্যাংক এই প্রথম বিনিয়োগসংক্রান্ত কারণে রাষ্ট্রায়াত্ত কোনো ব্যাংককে জরিমানা জরিমানা করলো। ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ৫০০ কোটি টাকা ঋণ দেওয়া অবৈধ বলে সোনালী ব্যাংককে ১০ লাখ টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক। মূলত শেয়ারবাজারে ব্যাংকটি বিনিয়োগ সীমা ছাড়িয়ে গেছে বলে জরিমানা করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ব্যাংককে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক শেয়ারবাজারের আইনি সীমার বেশি বিনিয়োগ করায় বা বিনিয়োগের ক্ষেত্রে আইন লঙ্ঘনের দায়ে।
আইন লঙ্ঘন করে শেয়ার কেনায় প্রবাসী উদ্যোগে গঠিত এনআরবি কমার্শিয়াল ব্যাংককে ২৩ লাখ ৫০ হাজার টাকা ও এনআরবি ব্যাংককে ৪৯ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাছাড়া আরো জরিমানা করেছেন জরিমানা করা হয় ইসলামি ধারার এক্সিম ও প্রচলিত ধারার প্রিমিয়ার ব্যাংককেও।
এর আগে সোনালী ব্যাংকের নীতিবহির্ভূত এই কর্মকাণ্ডের ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হয়। তবে ব্যাখ্যা পছন্দ না হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক সোমবার (২২ নভেম্বর) ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কাছে অর্থদণ্ডের সিদ্ধান্ত জানিয়ে চিঠি দেয়।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী শেয়ারবাজারে কোনো ব্যাংকের বিনিয়োগ ওই ব্যাংকের আদায়কৃত মূলধন, শেয়ার প্রিমিয়াম, বিধিবদ্ধ সঞ্চিতি ও রিটেইন আর্নিংসের ২৫ শতাংশের বেশি হতে পারবে না।
Discussion about this post