মাছের খাবারে দাম বাড়ায় এবং শীতকালে মাছের উৎপাদন কম থাকায় দাম বেড়েছে মাছের প্রভাব পরেছে বাজার গুলোতে। ত্রিশালে আড়তে দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা।
প্রতি রুই ১৫০ টাকা, কাতলা ২০০ টাকা, তেলাপিয়া ১২০ টাকা, পাঙ্গাশ ৮৫ টাকা, কই ১১০ টাকা, কারফু ১৩০ টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে।
আড়ত এবং খুচরা ব্যবসায়ীরা বলছেন কানে কেনা দাম ছিলো কম বর্তমানে তা বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। তাই ক্রেতাদের কাছে আমাদের বিক্রি করতে হচ্ছে বেশি দামে।
এইদিকে বাজারে আসা ক্রেতা অভিযোগ তুলেছেন মাছের দাম নিয়ে তারা বলেন দ্রব্যমূলের উর্দ্ধগতিতে আমাদের অবস্থা বেহাল। সবজি বাজার থেকে শুরু করে সব ক্ষেত্রে দাম যেন আগুনের মত। দ্রব্যমূল্যর দাম যেন নিমন্ত্রনে আনার জন্য দরকার কেন পদক্ষেপ নিচ্ছেন না। আমরা যেন হাফ ছেড়ে বাঁচতে পারছি না।
জেলার সবচেয়ে বেশি মৎস্য খামার ত্রিশালে রয়েছে। মৎস্য বিভাগের তথ্য মতে, গত ১০ বছরে মৎস্য চাষ করে স্বাবলম্বী হয়েছেন কয়েক হাজার খামারি।