সবজির সরবারহ বেড়েছে নওগাঁ জেলায়। সরবারহ বাড়ার কারনে প্রায় সকল সবজিতে ২০ টাকা কমলেও কমেনি খুচরা বাজারের দাম । পাইকাররা কমে কিনে আনলেও তারা দাম কমায়নি খুচরা বাজারে। অন্যদিকে, কাঙ্ক্ষিত দর থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করছে চাষিরা।
গত কয়েক দিনের তুলনায় এখানে এখন ফুলকপি, পাতাকপি, শিম, মূলাসহ নানা সবজির বিপুল সরবরাহ যা ভোর হলে হাটে নিয়ে আসছে কৃষকেরা।
সরবারহ বেশি থাকায় কমেছে দাম। কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। তবে বাজারে আসা নতুন আলু ও পেঁয়াজ পাতার দাম কিছুটা চড়া। চাষিদের অভিযোগ, সরবরাহের অজুহাতে ব্যাপারীরা কম দরে সবজি কিনছেন।
বাজারা আসা কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সবজির ফলন ভালো হয়েছে, কিন্তু তারা দাম ভালো পাচ্ছে না। ব্যবসায়ীরা সরবারহ বেশি এই অজুহাতে সবজির দাম কমিয়ে দিয়েছে।
এদিকে, দীর্ঘদিন ধরে পাইকারি বাজারে জায়গা সংকটে ভোগান্তি নিয়ে কেনাবেচা করতে হচ্ছে বলে দাবি করলেন ব্যবসায়ীরা।
নওগাঁর পাইকারি বাজারে সবজির দাম কেজিপ্রতি পটোল ২০ টাকা, বেগুন ২০ টাকা, লাউ ১৫ টাকা, বরবটি ৩৫ টাকা, ঢেঁড়স ২০ টাকা, শসা ২০ টাকা, কচু ১৫ টাকা, ফুলকপি ২৫ টাকা, পাতাকপি ১৫ টাকা, শিম ৩৫ টাকা।
Discussion about this post