রাজধানীর বাজারে চড়া মাংসের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে মুরগির দাম বেড়েছে ৫০ টাকা। গত দুদিনে কেজিতে ৩০ টাকা বেড়ে ৬৫০ টাকায় ঠেকেছে গরুর মাংস।
দাম বাড়ার এ প্রবণতায় স্বস্তির খবর নেই মাছ ও সবজির দোকানেও। সাপ্তাহিক ছুটির দিনে ভোক্তাদের নাভিশ্বাস ওঠা এ চিত্রই পাওয়া গেল কারওয়ান বাজারে।
রাজধানীর অন্য বাজারের তুলনায় কারওয়ান বাজারে দাম কিছুটা কম–এমন ধারণা দীর্ঘদিনের। বর্তমানে দামের ঊর্ধ্বমুখী প্রবণতায় এ বাজারও স্বস্তি দিতে পারছে না নিত্যপণ্যের ভোক্তাদের।
বিক্রেতারা জানান, চাহিদার তুলনায় জোগানসংকটে দু-তিন দিন ধরে বাড়ছে সবজির দাম।
এ ব্যাপারে সবজি বিক্রেতারা জানান, কেজিপ্রতি সবজির দাম ২০-৩০ টাকা পর্যন্ত বেড়েছে। যেখানে প্রতিদিন ১০০ গ্রেড সবজির জোগান ছিল, সেটি কমে দাঁড়িয়েছে ৮০ গ্রেডে। এতে দিনকে দিন বাজার অস্থিতিশীল হয়ে উঠছে।
আয় বাড়েনি অথচ লাগাতার বাড়ছে নিত্যপণ্যের দাম। এমন পরিস্থিতিতে দৈনিক ব্যয়ের হিসাব মেলানো কঠিন হয়ে পড়ছে বলে জানান মাছবাজারের ক্রেতারা।
সপ্তাহের ব্যবধানে দাম বৃদ্ধির দৌড়ে যেন একটু বেশিই এগিয়ে দেশি ও সোনালি মুরগি। ক্রেতার নাভিশ্বাস উঠলেও বিক্রেতাদের একই যুক্তি–মোকামে ও খামারেই বেড়েছে দাম।
কেজিতে ২০-৪০ টাকা বেড়ে প্রায় দুই মাস ধরে যে গরুর মাংস বিক্রি হচ্ছিল ৬২০ টাকা, দুদিন ধরে তা ঠেকেছে ৬৫০ টাকায়।
কাঁচাবাজার ঘুরে দেখা গেল স্থিতিশীল রয়েছে শুধু সাড়ে নয়শ টাকা কেজি দরের খাসির মাংসের দাম।