৯০ ভাগ প্লটই খালি পড়ে আছে প্লট বরাদ্দের ২৪ বছর পরও রাঙ্গামাটি বিসিক শিল্প নগরীর। স্থানীয়রা এসব জায়গায় শাকসবজি চাষ করছেন। প্রয়োজনীয় অবকাঠামো গড়ে না ওঠায় বিনিয়োগে আগ্রহ নেই বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে বিসিকের দাবি, শিল্পনগরীকে সচল করতে প্রচেষ্টা চলছে।
১৯৯৮ সালে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়িতে সাড়ে ১২ একর জমির ওপর বিসিক শিল্প নগরীর জন্য ৮৬টি প্লট তৈরি করা হয়। এখন পর্যন্ত বরাদ্দ হয়েছে ৮১টি প্লট। ২৪ বছরে এসব প্লটের মধ্যে মাত্র আটটি প্লটে চালু করা হয়েছে ময়দার মিল, আসবাবপত্র কারখানা ও প্লাস্টিক কারখানা।
এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন এসব জমি অব্যবহৃত থাকায় তারা শাকসবজি চাষ করছেন।
তারা বলেন, এগুলো বিসিকের জায়গা। খালি থাকায় আমরা শাকসবজি চাষ করি। যখন বিসিক বলবে তাদের এসব জায়গা দরকার, আমরা তখন ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত।
তবে এ অবস্থায় শিল্পনগরীকে সচল করতে দায়সারা জবাব কর্তৃপক্ষের। রাঙামাটির ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের সহকারী মহাব্যবস্থাপক শামসু উদ্দিন মজুমদার বলেন, কাউকে চিঠি দিয়ে চাপ প্রয়োগ করছি। আবার কাউকে বুঝিয়ে চাপ প্রয়োগ করছি যে আপনারা এখানে একটি শিল্প করেন। এতে এলাকার কিছু লোকের উন্নতি হবে। কিছু লোকের কর্মসংস্থান হবে। আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি।
এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, নগরীতে নেই পানি সরবরাহ ও নিষ্কাশন ব্যবস্থা। সড়ক নির্মাণ করা হলেও অবস্থা খুবই নাজুক। এত বছরেও গড়ে উঠেনি ব্যবসাবান্ধব পরিবেশ। সেই সঙ্গে সমস্যা রয়েছে পণ্যপরিবহনেও। তারা বলেন, সব কারখানা চালু হলে এখানে মোটামুটি একটি ব্যবসার পরিবেশ সৃষ্টি হত। গাড়ির পার্কিং এক কিলোমিটার দূরে।