ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে বেশি দামে ধান কিনে বিপাকে পড়েছেন। মালিকদের কাছে আশুগঞ্জ ধান-চালের হাটে আসা ব্যবসায়ীরা জানান, কেনা দামের চেয়ে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে মিল।
আর মিল মালিকরা জানান, বাজার থেকে বেশি দামে ধান কেনায় চালের উৎপাদন খরচ বেড়ে গেছে। তবে, বেশি দামে ধান বিক্রি হওয়ায় খুশি কৃষকরা।
বিআর-২৮ ধান ১২০০ থেকে ১৩০০ টাকা, বিআর-২৯ ধান ১৩০০ থেকে ১৪০০ টাকা এবং মোটা ইরি ধান বিক্রি হচ্ছে ১২২০ টাকা থেকে সাড়ে ১১০০ টাকা দরে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী জানান, ধান-চাল কেনার সরকারি অভিযান চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
কৃষি বিভাগ নির্ধারণ করেছে গত আমন মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় ২ লাখ ৪৭ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। যা থেকে চলতি মৌসুমে এক লাখ ৩৬ হাজার পাঁচশো ৬ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা।