সোমবার (২৭ ডিসেম্বর) ২ শতাংশেরও বেশি বেড়েছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম। তেলের দাম সর্বোচ্চ ছিল এর আগে সর্বশেষ নভেম্বর মাসে।
কিছু দিন আগে তেলের দাম কমে গিয়েছিলো ওমিক্রন ছড়িয়ে পড়ার খবরে। বিশ্বের নানা দেশের ছড়িয়ে পড়িয়েছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন।এমনকি বিভিন্ন দেশের ফ্লাইটও বাতিল করা হয়েছে ক্রমবর্ধমান সংক্রমণের ক্ষেত্রে। তবে ২০২২ সালে এ নতুন ধরন বিশ্বের তেলের বাজারে সীমিত প্রভাব ফেলবে, এমন পূর্বাভাসে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে।
গ্লোবাল বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ওয়েলের দাম ২ দশমিক ৪৬ ডলার বা ৩ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৮ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। এবং ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৭৮ বা ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৫ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে।
১০ শতাংশ কমে যায় তেলের দাম রোনার নতুন ধরন ওমিক্রনের সংবাদ প্রথম প্রকাশ পাওয়ার পর। তেলের দাম গত সপ্তাহে থেকে বাড়তে থাকে মিক্রনের প্রভাবে হালকা অসুস্থতা হতে পারে- এমন প্রাথমিক তথ্যের ওপর ভিত্তি করে।