ফোর্বসের তৈরি করা তালিকায় শীর্ষ রয়েছে আমেরিকা এবং একদম শেষে রয়েছে প্রতিবেশী দেশ ভারত।ফোর্বস ম্যাগাজিন বিশ্বে স্বর্ণের মজুতে এগিয়ে থাকা দশটি দেশ নিয়ে সম্প্রতি একটি তালিকা প্রকাশ করেছে।
১. ইতালি- জার্মানির পরেই ইউরোপের দ্বিতীয় এবং পুরো পৃথিবীতে স্বর্ণ মজুতে তৃতীয়স্থান ধরে রেখছে ইতালি। বর্তমানে তাদের ২ হাজার ৪৫১ দশমিক ৮ টন স্বর্ণের মজুত রয়েছে৷
২.মার্কিন যুক্তরাষ্ট্র-স্বর্ণের মজুতে বেশ কয়েক বছর ধরেই সর্বোচ্চ স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে যুক্তরাষ্ট্রে মোট ৮১৩৩ দশমিক ৫ টন স্বর্ণের মজুত রয়েছে।
৩. জার্মানি- ইউরোপের দেশ হিসাবে সবচেয়ে বেশি স্বর্ণের মজুত রয়েছে জার্মানিতে। বর্তমানে দেশটির মোট স্বর্ণের মজুত ৩ হাজার ৩৭১ টন।
৪.রাশিয়া- বেশ কয়েক বছর ধরেই রাশিয়ান সেন্ট্রাল ব্যাংক বিশ্বে স্বর্ণের ক্রেতা হিসেবে সুনাম ধরে রেখেছে। মোট ১ হাজার ৯০৯ দশমিক ৮ টন স্বর্ণের মজুত নিয়ে পঞ্চম অবস্থানে আছে দেশটি৷
৫. চীন- যদিও চীন বিশ্বে স্বর্ণ মজুতের দিক দিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে, তবে তা দেশটির মোট রিজার্ভের মাত্র ২ দশমিক ৪ শতাংশ।
৬.ফ্রান্স- বিগত কয়েক বছর ধরেই স্বর্ণ বিক্রি করে আসছে ফ্রান্স। তারপরই শীর্ষদের তালিকায় দেশটি নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। বর্তমানে ইউরোপীয় দেশ ফ্রান্সের স্বর্ণ মজুতের পরিমাণ মোট ২ হাজার ৪৩৬ টন।
৭. সুইজারল্যান্ড- স্ক্যান্ডেনেভিয়ান দেশ হিসেবে স্বর্ণ মজুতে এগিয়ে আছে সুইজারল্যান্ড। ১ হাজার ৪০ টন স্বর্ণের মজুত আছে সুইজারল্যান্ডের। মজুতের পরিমাণের বিচারে সপ্তম অবস্থানে থাকলেও মাথাপিছু মজুতের ক্ষেত্রে দেশটি এক নম্বরে আছে৷
৮. জাপান- বিশ্বের তৃতীয় সর্বোচ্চ অর্থনীতির দেশ জাপানে স্বর্ণের মজুত আছে ৭৫৬ দশমিক ২ টন৷ ২০১৬ সালে স্বর্ণ রিজার্ভে সুদের হার শূন্যতে নামিয়ে আনে দেশটি, যার ফলে বিশ্বব্যাপী স্বর্ণের আদান-প্রদান বেড়ে যায়।
৯. নেদারল্যান্ডস- নেদারল্যান্ডসের প্রধান ব্যাংকে মজুত আছে ৬১২ দশমিক ৫ টন স্বর্ণ৷ সম্প্রতি ব্যাংকটি বিপুল পরিমাণ স্বর্ণ যুক্তরাষ্ট্র থেকে ফেরত এনেছে।
১০. ভারত- স্বর্ণ মজুতে দক্ষিণ এশিয়ায় প্রথম এবং পৃথিবীতে ভোক্তার হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। বর্তমানে ৫৬০ দশমিক ৩ টন স্বর্ণের মজুত আছে ভারতের।