প্রথমবারের মতো পাঁচবার ফলন পাওয়া গেছে একটি ধানগাছ রোপণ করে ।অস্ট্রেলিয়া প্রবাসী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী বোরো জাতের এ নতুন ধানগাছ উদ্ভাবন করে চমক সৃষ্টি করেছেন।
ড. আবেদ চৌধুরী আগাম উন্নতজাত আমন ধান কানিহাটি-১ নামের আরেকটি ধানও উদ্ভাবন করেছেন। এ ধানের বিশেষত্ব হলো, বীজতলা থেকে শুরু করে মাত্র ১১০ দিনে ধান জমি থেকে ঘরে উঠানো যায়। আর প্রতি শতকে আঠারো কেজি সম্পূর্ণ চিটামুক্ত ধানের উৎপাদন হয়।
ড. আবেদ চৌধুরীর জানান, তার জন্মমাটি কানিহাটি গ্রামের নামে রাখা কানিহাটি-১ নতুন জাতের এ ধান অত্যন্ত কম সময়ে জমি থেকে উঠানো যাবে। আমন ধান বীজতলা থেকে শুরু করে মাত্র ১১০ দিনে ধান পাকবে। এ ধান প্রতি শতকে জমিতে আঠারো কেজি উৎপাদন হওয়ার ক্ষমতা রাখে। সেই সাথে সবকটি ধান হবে সম্পূর্ণ চিটামুক্ত। তাছাড়া উৎপাদনও হবে অন্যান্য ধানের চেয়ে বেশি।
জানা যায়, বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী প্রথমে যুক্তরাষ্ট্রে কৃষি বিষয়ে উচ্চ শিক্ষা নিয়ে অস্ট্রেলিয়া চলে যায়। অস্ট্রেলিয়ায় জাতীয় গবেষণা সংস্থার প্রধান হিসাবে ধান বিষয়ে ধানের জিন নিয়ে গবেষণা শুরু করেন। তিনি জানান, এ পর্যন্ত তিনি তার একক প্রচেষ্টায় তিনশ’ জাতের নতুন ধান উদ্ভাবন করেছেন।