কবর খুঁড়লেই সামনে বেরিয়ে আসবে চাঞ্চলকর দৃশ্য বেরিয়ে আসবে দশ মাসের আগে দাফন করা এক তরুনের মৃত লাশ ।
ফরিদপুরের আলফা ডাঙায় দিন দুপুরে দশ মাস আগে দাফনকৃত কবর খুঁড়ে বের করা হচ্ছে এক মৃত ব্যক্তির লাশ। মৃত ব্যাক্তি বাড়ি ফরিদপুরের আলফা ডাঙায়। পরিবারে দাবি, মৃত ব্যক্তির মৃত্যু স্বাভাবিক না। পুলিশ এর আগেও এই বিষয়ে তদন্ত করেছেন।
উক্ত তদন্তে পরিবারের আস্থা রাখতে না পেরে মৃত ব্যক্তির পরিবারের স্বজন পুনরায় আদালতে যান এবং আদালত তদন্তের আদেশ দেন। আদালতের আদেশেই তদন্তের সাপেক্ষে দশ মাস আগের তরুনের লাশ বের করার আদেশ দেন।কবরটি দশ মাস আগের হওয়ায় লাশ বের করতে দীর্ঘ সময় লেগেছে।কবর খুঁড়ার পর বেরিয়ে আসে হাড় ,বুকের পাঁজর সহ বেশ কিছু খন্ডিত লাশের অংশ যা তদন্তের জন্য নিয়ে যাওয়া হবে ঢাকায় । তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি টিমকে ।
সিআইডি ,পুলিশ প্রশাসন এবং উদ্ধতর কর্মকতার উপস্থিতিতে উক্ত ঘটনা পরিচালনা করা হয়।
পরিবারের দাবি সুষ্ঠ তদন্তের মাধ্যমে ন্যায্য বিচার।