ইন্টারন্যাশনাল লেড অ্যান্ড জিঙ্ক স্টাডি গ্রুপ (আইএলজেডএসজি) জানিয়েছেন,বিশ্বজুড়ে বাড়ছে দস্তা সরবরাহ। ফলে আন্তর্জাতিক বাজারে ধাতুটির ঘাটতি কমেছে। জুলাইয়ে ঘাটতির পরিমাণ ছিল ৪০ হাজার ৪০০ টন। আগস্টে এটি কমে ১৪ হাজার ৯০০ টনে নেমেছে।
সংস্থাটি আরো জানায়,চলতি বছরের প্রথম আট মাসে বিশ্ববাজারে দস্তার ঘাটতি দাঁড়িয়েছে ৫৭ হাজার টন। বিপরীতে গত বছরের একই সময় উদ্বৃত্ত ছিল ৪ লাখ ৪৬ হাজার টন। প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ১ কোটি ৩৫ লাখ টন দস্তা উৎপাদন ও ব্যবহূত হয়।
আইএলজেডএসজি জানায়, আগামী বছর বিশ্বজুড়ে পরিশোধিত দস্তার চাহিদা ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ কোটি ৪৪ লাখ ১০ হাজার টনে উন্নীত হতে পারে। এ সময় ধাতুটির উত্তোলন বাড়বে ৪ দশমিক ২ শতাংশ। উত্তোলিত দস্তার পরিমাণ ১ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টনে পৌঁছতে পারে।