ইউনাইটেড এয়ারওয়েজকে দীর্ঘ ছয় বছর ধরে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকা পর পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
নতুন আট জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে এবং কোম্পানির পুরোনো উদ্যোক্তা ও পরিচালকদের বাদ দিয়েছেন।
ইউনাইটেড এয়ারে প্রচুর দেনা ও লোকসানি কোম্পানিতে পরিণত হয়েছে সাবেক পরিচালনা পর্ষদের সীমাহীন দুর্নীতি এবং তহবিল তসরূপের কারণে। যার কারণে নতুন করে পরিচালনা পর্ষদ তহবিলের সংকটে পরেছে। তাছাড়া প্রাথমিক পর্যায়ের খরচও বহন করা সম্ভব হচ্ছে না নতুন করে কোম্পানিটিকে চালু করার জন্য ।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে অনুরোধ জানিয়েছে বিএসইসি ইউনাইটেড এয়ারের কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মোট ৩৫৫ কোটি ৩৩ লাখ ৮৯ হাজার ৭৫১ টাকা পাওনা মওকুফের জন্য।
ইউনাইটেড এয়ারের শেয়ারে বিনিয়োগকৃত ১ লাখ ৬০ হাজার বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।