আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার খবরে ভারতের বাজারে পেট্রল ও ডিজেলের দাম ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। গতকাল বৃহস্পতিবার দেশটিতে পেট্রলের দাম বেড়ে আরও একটি নতুন রেকর্ড হয়েছে। ডিজেলের দামও ঊর্ধ্ব পানে ছুটছে। যেকোনো সময় ভেঙে যেতে পারে সর্বোচ্চ দামের পুরোনো রেকর্ড।
তবে গতকাল কিন্তু খুব বেশি বাড়েনি পণ্য দুটির দাম। পেট্রল ও ডিজেলের দাম লিটারপ্রতি মাত্র ২৫ ও ৩০ পয়সা করে বাড়তেই নতুন উচ্চতায় উঠে গেল পেট্রল-ডিজেলের দাম। প্রতি লিটার পেট্রলের দাম রাজধানী দিল্লিতে ১০১ দশমিক ৬৪ রুপি ও মুম্বাইয়ে ১০৭ দশমিক ৭১ রুপিতে ওঠে, যা ভারতে পণ্যটির সর্বকালের সর্বোচ্চ দাম। অন্যদিকে প্রতি লিটার ডিজেলের দাম দিল্লিতে ৮৯ দশমিক ৮৭ রুপি ও মুম্বাইয়ে ৯৭ দশমিক ৫২ রুপিতে উন্নীত হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন (আইওসি) এক বিজ্ঞপ্তিতে মূল্যবৃদ্ধির এই তথ্য পরিবেশন করে।
এদিকে ডিজেল-পেট্রলের মূল্যবৃদ্ধির ফলে যে গোটা ভারতজুড়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে ডিজেলের দামটাই মানুষকে ভোগান্তিতে ফেলবে বেশি। কারণ, এটি গণপরিবহনের জ্বালানি।
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় আইওসির পাম্পে গতকাল পেট্রলের দাম বেড়ে লিটারে ১০২ দশমিক ১৭ রুপিতে উন্নীত হয়েছে। কলকাতায় পেট্রলের দাম ইতিহাসে প্রথমবারের মতো ১০০ রুপিতে ওঠে গত ১৭ জুলাই। সেদিন দাম ১০২ দশমিক শূন্য ৮ রুপিতে ওঠে। কলকাতায় সেটাই ছিল এত দিন সর্বোচ্চ দাম। ওই দামটাই ভাঙল আজ।