চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে ১,৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে পাঁচলাইশ থানাধীন মির্জাপুল এলাকার একটি ফ্ল্যাটে কয়েকজন মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র্যাব-৭ এর দলটি দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় ফ্ল্যাট বাসা থেকে মোঃ মীর মোশাররফ হোসেন (৪৫), পিতা—মৃত আনছারুল হক সিকদার, সাং—সিকদার বাড়ী, থানা—মহেশখালী, জেলা—কক্সবাজারকে আটক করা হয়। পরবর্তীতে ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একটি হালকা বাদামি রঙের কাঁধ ব্যাগ থেকে বিশেষ কৌশলে লুকানো ১,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে র্যাব উল্লেখ করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
প্রদা/ডিও






