বাংলাদেশে দায়িত্ব পালন করে যাওয়া সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস মোরিয়ার্টি বলেছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আজকের রায়ের গুরুত্ব ‘বড় ধরনের’। যদি দোষী সাব্যস্ত হওয়ার রায় আসে, কিছু সহিংসতা হতে পারে। তবে তা বাড়বে না।
তিনি বলেন, আওয়ামী লীগ টানা ১৫ বছর ক্ষমতায় থাকতে পেরেছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কোনো দলের জন্য ক্ষমতায় থাকার এমন সময়কাল ছিল অভূতপূর্ব।
মোরিয়ার্টি বলেন, হাসিনার দল সংবিধান সংশোধন করেছে এবং আইন ব্যবস্থা পরিবর্তন করেছে একদলীয় রাষ্ট্র গড়ার জন্য। তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে, বাংলাদেশ ভবিষ্যতে কেমন হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
বাংলাদেশে আওয়ামী লীগ সদস্যদের জন্য তিনি বলেন, তারা এখন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে এবং ভবিষ্যতের রাজনীতিতে কী ভূমিকা নেবে তা ঠিক করতে হবে।
মোরিয়ার্টি বলেন, আজকের রায়ে যদি হাসিনা খালাস পান, তবে বড় ধরনের বিক্ষোভ হবে। কারণ এখন বাংলাদেশে সেই পরিস্থিতি দেখা যাচ্ছে।
উল্লেখ্য, মোরিয়ার্টি ২০০৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
প্রদা/ডিও