হাটহাজারীর যুবলীগ ক্যাডার হানিফকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার( ১৬ নভেম্বর) সন্ধ্যায় তার নিজ বাড়ি (জোবরা) থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী থানার ওসি মঞ্জুর কাদের ভুঁইয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকা ও ফতেপুর ইউনিয়নে ত্রাসের রাজত্ব করতেন যুবলীগ নেতা হানিফ। তার অন্যতম সহযোগী তার ভাই ইকবাল। এ ইউনিয়নে মাদক ব্যবসা, গাছ বিক্রি, চাঁদাবাজি, স্থানীয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা এবং অবৈধ দখলের একক রাজত্ব ছিল হানিফের। এসব নিয়ে কেউ মুখ খুললেই তাকে পড়তে হত রোষানলে।
হাটহাজারীসহ বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা থাকলেও হানিফ যেন ধরাছোঁয়ার বাইরে ছিলেন এতদিন। তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের দেশব্যাপী কর্মসূচি ঘোষণার পর তাকে গ্রেফতার করতে নড়েচড়ে বসেন প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডির সূত্র মতে গত ১২ নভেম্বর দিবাগত রাতে হানিফ ও তার সঙ্গীরা বিশ্ববিদ্যালয় এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে খবর পেয়ে দ্রুত অভিযানে নামেন। অভিযানের কথা আঁচ করতে পেয়ে সটকে পড়েন তারা।
এরপর আজ গোয়েন্দাদের তথ্য ও পুলিশের সহযোগীতায় গ্রেফতার করতে সক্ষম হয় হানিফকে।
ওসি মঞ্জুর কাদের ভুঁইয়া বলেন, ‘‘কিছুক্ষণ আগে (সন্ধ্যায়) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার হানিফকে গ্রেফতার করেছে পুলিশ।’’
প্রদা/ডিও






