বিবিসি তাদের প্যানোরামা অনুষ্ঠানের একটি পর্বে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০২১ সালের এক ভাষণ ভুলভাবে সম্পাদনা করে প্রচারের ঘটনায় ক্ষমা চেয়েছে। তবে ট্রাম্পের দাবি অনুযায়ী ক্ষতিপূরণ দিতে প্রতিষ্ঠানটি অস্বীকৃতি জানিয়েছে।
বিবিসি জানায়, সম্পাদনার কারণে এমন ধারণা সৃষ্টি হয়েছিল যে ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন। ২০২৪ সালে প্রচারিত ওই অনুষ্ঠানটি আর সম্প্রচার করা হবে না বলেও প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে।
ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন, বিবিসি যদি ক্ষমা না চায়, বক্তব্য প্রত্যাহার না করে এবং ক্ষতিপূরণ না দেয়, তবে তারা ১ বিলিয়ন ডলারের মানহানির মামলার প্রস্তুতি নেবেন।
এই বিতর্কের পর গত রোববার বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ প্রধান ডেবোরাহ টার্নেস পদত্যাগ করেন।
বিবিসি জানিয়েছে, ঘটনার বিষয়ে তারা মন্তব্যের জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত কারেকশনস অ্যান্ড ক্ল্যারিফিকেশনস অংশে বিবিসি স্বীকার করে যে সমালোচনার পর প্যানোরামা পর্বটি পুনর্বিবেচনা করে দেখা যায়—ট্রাম্পের বক্তব্যের বিভিন্ন অংশ এমনভাবে জোড়া লাগানো হয়েছিল যাতে তা একটানা একটি ভাষণ হিসেবে মনে হয়। এতে ভুলভাবে এমন ধারণা তৈরি হয়েছিল যে তিনি সরাসরি সহিংসতার ডাক দিয়েছেন।
বিবিসি জানায়, তারা ইতোমধ্যে ট্রাম্পের আইনজীবীদের পাঠানো চিঠির জবাব দিয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে একটি পৃথক চিঠি পাঠিয়ে ভিডিও ক্লিপটির সম্পাদনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তবে বিবিসি বলেছে, এই ঘটনায় মানহানির কোনো আইনগত ভিত্তি নেই বলে তারা মনে করে।







